বর্তমান পরিপ্রেক্ষিত

ঝাউবাড়িয়ার আওয়ামীলীগ নেতা আশরাফুল আলম রবির উদ্যোগে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

August 15, 2023

মেহেরপুর নিউজ:

জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়ার আওয়ামীলীগ নেতা আশরাফুল আলম রবির উদ্যোগে আলোচনা সভা, দোয়া এবং খাবার বিতরণের আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকালে ধাওবাড়িয়া সত্যসমন্দ ক্লাব প্রাঙ্গণ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা আশরাফুল আলম রবির সভাপতিতে অনুষ্ঠানের বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম।দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রব বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, মোসলেম উদ্দিন,আব্দুল হান্নান, আবু হোসেন, ইদ্রিস আলী, সলেনান হোসেন,জৌলুশ হোসনে। আব্দুল বারী,জুনাইদ আহমেদ সজীব,মোবিনুল হাসান টুটুল, শামিমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।