মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়ায় ট্রাকটরের ধাক্কায় মোশাররফ হোসেন নামের এক ইজিবাইক চালক আহত হয়েছে। বুধবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, মোশাররফ হোসেন ইজি বাইক চালিয়ে সুবিধপুর যাওয়ার পথে ঝাউবাড়িয়ার কাছে বিপরীত গামী একটি ট্রাকটর তাকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে মোশাররফ সড়কে ছিটকে পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।