ফুটবল

ঝাউবাড়িয়া সত্যসন্ধ্য ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে কুলবাড়িয়া সোনালী ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

September 19, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাবের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সত্যসন্ধ্য ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে কুলবাড়িয়া সোনালী ক্লাব জয়লাভ করেছে।

সোমবার বিকেলে ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় কুলবাড়িয়া সোনালী ক্লাব ১-০ গোলে হাড়াভাঙ্গা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলার দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের মাথায় গাফফার ফ্রি-কিক থেকে জয়সূচক গোলটি করেন।

এদিকে দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের মাথায় কুলবাড়িয়া সোনালী ক্লাবের নাফিজকে লাল কার্ড (২য় বার হলুদ কার্ড) দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়া হয়। বাঁকী সময়টুকু কুলবাড়িয়া একজন কম খেলোয়াড় নিয়ে খেললেও তাদের জালে বল খেলতে পারেনি প্রতিপক্ষ হাড়াভাঙ্গা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা।খেলায় বিজয় দলের গাফফার ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন। মের্সাস মোয়াজ্জেম হোসেনের সৌজন্যে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। সত্যসন্ধ ক্লাবের সভাপতি আশরাফুল আলম রবি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন।