বর্তমান পরিপ্রেক্ষিত

ঝিনাইদহে সাংবাদিকদের সাথে ইয়েস বাংলাদেশের মত বিনিময় সভা

By মেহেরপুর নিউজ

June 13, 2023

মেহেরপুর নিউজ:

ঝিনাইদহে শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রজনন স্বাস্থসেবা মান উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অপরাজেও বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ওয়াই মুভস প্রকল্প এর আওতায়, ইয়েস বাংলাদেশ এর আয়োজনে মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক বিভিন্ন আলোচনা করা হয়। মতবিনিময় সভায় দৈনিক নবচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলাউদ্দিন আজাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর মেহেরপুর জেলা প্রতিনিধি এবং ইয়েস বাংলাদেশের প্রতিনিধি এস এম মেহরাব হোসেন, এখন টিভির ঝিনাইদহ প্রতিনিধি আব্দুর রহমান মিল্টন, মেহেরপুর প্রতিনিধি মুজাহিদ মুন্না,যমুনা টেলিভিশনের প্রতিনিধি নাসিম আনসারি, এনসিটিএফ চাইল্ড পার্লামেন্টের সাবেক স্পিকার হাসান মাহমুদ, ডেইলি স্টারের প্রতিনিধি আজিবর রহমান, দীপ্ত টিভির প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ,দৈনিক জনতার প্রতিনিধি আজিজুর রহমান সালাম, ঢাকাপোস্ট এর প্রতিনিধি আল মামুন, মানব কন্ঠের প্রতিনিধি শাজাহান আলী বিপাশ,ইয়েস বাংলাদেশ এর ঝিনাইদহ জেলা ভলেন্টিয়ার তামান্না ই জাহান,ঝিনাদহ এনসিটিএফ এর যুগ্ন সম্পাদক ফারদিন রহমান দ্যিব্বো,সহ সভাপতি ফারিহা মল্লিক প্রমুখ সহ আরও অনেকে। উল্লেখ্য ওয়াই মুভস প্রকল্প মূলত শিশু অধিকার বাস্তবায়নের জন্য ন্যাশনাল চিল্ডেন্সস ট্রাস্কফোর্স এবং ইয়েস বাংলাদেশ এর সাথে বাংলাদেশের ৬৪ টি জেলায় কাজ করছে।

ওয়াই মুভ প্রকল্পের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশের শিশুদের বিশেষ করে মেয়ে শিশুদের অংশগ্রহণ সুরক্ষা ও যৌন প্রজনন স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করা, সেই সাথে স্থানীয় ও জাতীয় পর্যায়ে যৌন প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে যারা কাজ করে তাদের সাথে সমন্বয় এবং আলোচনার মাধ্যমে শিশু কিশোর, কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য সেবায় অধিকার বাস্তবায়নের লক্ষ্য একটি গতিশীল ও অন্তর্ভুক্ত সুশীল সমাজ গঠনে ভূমিকা রাখা। এছাড়াও ওয়াই মুভস প্রকল্প মেয়ে ও যুব মেয়েদের সক্ষমতা বৃদ্ধি করবে যাতে করে তারা সমাজে জেন্ডার ভিত্তিক যৌন সহিংসতা প্রতিরোধে নিজেরা পরিবর্তনের এজেন্ট হিসেবে কাজ করতে পারে, এর পাশাপাশি মেয়ে শিশুদের সমাজে যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বাস্তবায়নে কাজ করবে।