মেহেরপুর নিউজ:
পিরোজপুর জনতা ক্লাবের ওহাবের স্পট কিক আমঝুপি পাবলিক ক্লাবের গোলরক্ষক লিখুন যখন আটকে দিলেন তখন উভয় শিবিরেই টানটান উত্তেজনার পরিস্থিতি, অর্থাৎ স্পটকিক ৫ টির মধ্যে ৪-৪ গোলের সমতা। এবার শুরু শুরু হলো সাডেনডেথ,অর্থাৎ একটি করে কিক।
আমঝুপি পাবলিক ক্লাবের মিকাইল দলকে এগিয়ে নেওয়ার জন্য কি কি নিলেন, পিরোজপুরের গোলরক্ষক ফয়সাল দুর্বল কিকটি আটকে দিলেন।উভয় শিবিরেই তখন টানটান উত্তেজনা কর পরিস্থিতি।ট্রাইবেকার এর ৬ নম্বর কিকটি নেওয়ার জন্য পিরোজপুরে সুমনকে দায়িত্ব দেওয়া হলো। সুমন আস্তে আস্তে বলের দিকে এগিয়ে আসলেন, কিক নিলেন, দুর্বল শর্ট হওয়া সত্ত্বেও বল চলে গেলো জালে। সঙ্গে সঙ্গে পিরোজপুরে খেলোয়াড়, কর্মকর্তা থেকে শুরু করে সমর্থক রা উল্লাস করতে শুরু করল।
যার অর্থ দাঁড়ালো টাইব্রেকারে পিরোজপুর জনতা ক্লাব ৫-৪ গেলে আমঝুপিকে পরাজিত করে তৃতীয় দল হিসাবে সেমি ফাইনালে পৌঁছে যাওয়া। মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লিগের ৩য় কোয়ার্টার ফাইনাল খেলায় পিরোজপুর জনতা ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরিকে পরাজিত করে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলই সমান তালে লড়তে থাকে। গোলের সুযোগও পায়। কিন্তু কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।
টাইব্রেকারে ফিরোজপুর জনতা ক্লাবের পক্ষে সুমন, শাকিল, রুমন,এবং রাজা গোল করেন। ওহাবের কিক গোলরক্ষক লিখন আটকে দেন। অপরদিকে আমঝুপির পক্ষে হিরোক, কবীর, তাইবুর, রুহুল গোল করলেও দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার সেলিম ও মিকাইলের শর্ট পিরোজপুরের গোলরক্ষক ফয়সাল আটকে দেন।