অন্যান্য

টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ভুজালির আঘাতে বড় ভাই আহত…

By মেহেরপুর নিউজ

April 02, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০২ এপ্রিল: তামাক বিক্রির টাকা  চাওয়াকে কেন্দ্র করে ছোটভাই কামালের ভুজালির আঘাতে বড় ভাই খাইরুল ইসলাম আহত হয়েছে। মেহেরপুর সদর উপজেলার শিবপুর গ্রামে ওই ঘটনা ঘটে। আহত খাইরুল ইসলামকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে কর্তব্যরত চিকিৎসক। বুধবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের নিজামউদ্দিনের ছেলে খাইরুল ইসলামের কাছ থেকে তার ছোট ভাই কামাল তামাক ক্রয় করে। খাইরুল তার পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে ছোট ভাই ভুজালি দিয়ে তার বড় ভাইয়ের পিঠে আঘাত করে। এ সময় খাইরুল মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা। ঘটনার পরপরই কামাল গা ঢাকা দেয়।