অন্যান্য

ডা. তাহেরের বাড়িতে রসালো লাল জামরুল

By মেহেরপুর নিউজ

June 15, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুন: মেহেরপুর শহরের কলেজ সড়কে ডা. আবু তাহের সিদ্দিকের বাড়িতে লাগানো একটি জামরুল গাছে লাল টকটকে জামরুল ধরেছে। ডা. আবু তাহেরের স্ত্রী ডা. মেলিনা সুলতানা প্রায় ৮ বছর আগে ওই জামরুলের চারাটি সংগ্রহ করে তার বাড়ির বাগানে রোপন করেন। প্রায় তিন বছর কয়েকটি লাল টকটকে জামরুল আসে। চলতি মৌসুমে ওই গাছটিতে বিপুল পরিমান জামরুলে ভরে গেছে। রসালো ও অত্যান্ত সুস্বাদু জামরুল কাছে থেকে দেখলে জিভে পানি আসার উপক্রম হয়। ডা. মেলিনা সুলতানা বলেন,গাছটি আনার সময় লাল রং ভেভে আনিনি। লাগানোর কয়েকবছর পর লাল ফল দেখে গাছটির প্রতি আরো যত্ম বেড়ে যায়। তিনি বলেন, এ বছর যা ফল এসেছে তা  নিজেরা খাচ্ছি পাশাপাশি আত্মিয় স্বজনদের বাড়িতে পাঠাচ্ছি।