বিশেষ প্রতিবেদন

ডেসটিনির মাধ্যমে লালিত স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব— বিশিষ্ট সাংবাদিক তুহিন আরন্য

By মেহেরপুর নিউজ

October 30, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ অক্টোবর: ডেসটিনি ২০০০ লি: এর সেলস টিম ফাইভ স্টার প্রজেক্টের মোটিভেশনাল ট্রেনিং ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ট্রেনিং ও সেলিবেশন প্রোগ্রামে ফাইভ স্টার প্রজেক্টের পিডি মফিদুল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আযীম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডেসটিনি ২০০০ লি: এর খুলনা বিভাগীয় উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেস

ক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রথম আলো ও এনটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি তুহিন আরন্য, ডেসটিনির পিএসডি ও ট্রেনার এম এ হালিম। প্রধান অতিথির বক্তব্য অধ্যক্ষ একরামুল আযীম ডেসটিনি ট্রি প­াটেশনের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন ডেসটিনি প্রশিক্ষন বিভাগও বেশ শক্তিশালী। শিক্ষা খাতে ডেসটিনির উদ্যেগ গ্রহন করার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য সাংবাদিক তুহিন আরন্য বলেন, স্বপ্ন দেখা মানুষেরা সমাজে বড় হয়। ডেসটিনির ডিস্ট্রিবিউটররা তাদের স্বপ্নকে লালন এবং পালন করে বাস্তবে রুপ দিচ্ছে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে প্রমানিত হয় ডেসটিনির মাধ্যমে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। অনুষ্ঠানে কবির আলমগীর, ফিরোজুর রহমান, একরামুল হক, নাজমুল শেখ, সেলিনা সুলতানা, মোমিন উদ্দিন, হামিদুর রহমান, সাইদুর রহমান, রিপন রেজা ও রওশন আলীকে প্রথম সাইকেল এবং জুবায়েদ আহমেদ শাম্মী এবং ইয়াদূল মোমিনকে গোল্ড ডিষ্ট্রিবিউটর হওয়ার জন্য সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের শুরুতে ট্রেনিং পরিচালনা করেন পিডি এবং পিএসডি মফিদুল ইসলাম রবি। অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালন করেন মহিতোষ সরকার মিঠু ও আহসান উল্লাহ মিলন।