বর্তমান পরিপ্রেক্ষিত

ঢাকায় বৈদ্যুতিক ট্রান্সমিটার বিষ্ফোরণে মেহেরপুরের প্রান্ত নিহত

By মেহেরপুর নিউজ

October 26, 2018

মেহেরপুর নিউজ,২৬ অক্টোবর: জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১ম বর্ষের ছাত্র আল্লামা আশরাফ প্রান্ত বৈদ্যুতিক ট্রান্সমিটার বিষ্ফোরণে নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার ধানমন্ডিতে মেডিনোভা হাসপাতালের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত আল্লামা আশরাফ প্রান্ত মেহেরপুর পূবালী ব্যাংক ভবনের মালিক আশরাফুল ইসলাম বাচ্চুর ছেলে। জানা গেছে, প্রান্তসহ তারা তিন বন্ধু মেডিনোভা হাসপাতালের নিকট একটি বৈদ্যুতিক ট্রান্সমিটারে নিচে চায়ের দোকানে বসে চা পান করছিল। এসময় পাশের একটি নির্মিতব্য ভবনের ছাদ থেকে লোহার রড পড়ে ট্রান্সমিটারের উপর পড়লে সেটি বিষ্ফোরিত হয়ে তাদের শরিরে ছিটকে পড়লে তারা ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রান্ত;র অবস্থা আশংকাজনক থাকায় তাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে প্রান্ত’র মৃত্যুর খবর মেহেরপুরে পৌছালে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে তার পরিবারের লোকজন বার বার মূর্ছা যাচ্ছে।