শিক্ষা ও সংস্কৃতি

ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেসডার সমাবেশ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 09, 2014

মেহেরপুর নিউজ সংবাদদাতা, ঢাকা থেকে: “আমরা সবাই এক হবো আলোকিত সমাজ গড়বো” এই শ্লোগানকে সামনে নিয়ে সকল বিশ্ববিদ্যালয়ের ন্যায় ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ (মেসডা) পৃথক পৃথক বার্ষিক বনভোজন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১২ টার সময় ঢাকা চিড়িয়াখানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও একই সময়ে ঢাকা সোনারগাঁওয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও সমাবেশে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় মেসডার সভাপতি সুমনউদ্দিন এর সভাপত্বিতে বনোভজনে উপস্থিত ছিলেন, মেসডার সংগঠক ডা. জুয়েল রানা, সাইফুল ইসলাম সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক শামিম রেজা, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সেফালি খাতুন সুমি, কুষ্টিয়া কলেজ প্রতিনিধি মাসুদা রানা, জাবির প্রতিনিধি মেহেরাব, সুস্মিত, সজিব, শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মসিউর রহমান, আবুল হোসেন, শাহাজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফারুক হোসেন, বিইউবিটি র প্রতিনিধি কাওসার প্রমুখ।

এদিকে ঢাকা সোনারগাঁও অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় বনভোজনে সভাপত্বিত করেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেসডার সভাপতি জাকির হোসেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, মেসডার সংগঠক নাজিম আহাম্মেদ সেন্টু, মজনুর রসিদ জ্ঞানি, মফিজুর রহমান, জগ্রন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পাদক ছহিউদ্দিন টুটুল, মিজানুর রহমান, এনামুল হক প্রমুখ। বনভোজন ও সমাবেশে মেহেরপুর ছাত্র সমাজের উন্নয়নে মেসডার সকল সদস্যকে ভূমিকা রাখার আহবান জানানো হয়।