আইন-আদালত

তবুও শিক্ষা হলো কারেন্ট জাল বিক্রেতাদের ।। ৩ বিক্রেতার ১ বছর করে কারাদন্ড

By মেহেরপুর নিউজ

August 04, 2015

মেহেরপুর নিউজ,০৪ আগষ্ট: শিক্ষা হলো না কারেন্ট জাল বিক্রেতাদের। কয়লা ধুইলে ময়লা না যাওয়ার মত অবস্থা তাদের। মঙ্গলবার দুপুরে বিপুল পরিমান কারেন্ট পুড়িয়ে নষ্ট করা দেয়ার পরও একই গরুর হাটে বিকালে আবারো কারেন্ট জাল বিক্রি করে ৩ বিক্রেতা। সেই কারেন্ট জাল বিক্রি করার অপরাধে ৩ কারেন্টজাল বিক্রেতার ১ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। কারাদন্ডপ্রাপ্তরা হলো নাটোর জেলার গুরুদাসপুর গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন, একই জেলার মাসিন্দি গ্রামের সেকেন্দার আলীর ছেলে নুরুল ইসলাম এবং শিমপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মিজানুর রহমান। মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসনের চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর-এ-আলম তাদের এ কারাদন্ড দেন। পরে তাদের কাছে থেকে উদ্ধার কারেন্ট জালগুলো পুরিয়ে বিনষ্ট করা হয়।আদালত চলাকালে জেলাপ্রশাসক মফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মেছবাহুল হক সেখানে উপস্থিত ছিলেন। এর আগে সংবাদ পেয়ে মেহেরপুর গরুর হাটে ২য় দফায় অভিযান চালিয়ে ওই তিনি বিক্রেতাকে বেশকিছু কারেন্ট জাল সহ আটক করে ভ্রাম্যামান আদালতের অভিযানিক টিমটি।।