বিশেষ প্রতিবেদন

তরুন উদ্যোক্তা এবং মেহেরপুর জিমনেসিয়াম ক্লাবের ভবিষ্যৎ

By মেহেরপুর নিউজ

November 07, 2012

বিশেষ প্রতিবেদনের ২য় পর্ব

“স্বাস্থ্য সকল সুখের মুল” এই প্রবাদ বাক্যটিকে বাস্তবে রুপায়িত করতে দেশের প্রায় প্রতিটি মানুষই চেষ্টা চালিয়ে যাচ্ছে। শারীরিক ফিটনেস,মেদহীন শরীর এবং সুস্থতা কে না চায় ? আর এগুলোর জন্য আমাদের চেষ্টার যেন শেষ নাই। দেশের এক তৃতীয়ংশ মানুষই শরীরকে সুস্থ রাখতে এবং নানা জটিল রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত । জিমন্যাষ্টিক ক্লাবে মোটা অংকের মাধ্যমে ভর্তি এবং সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ চেষ্টার অন্যতম অংশ। বর্তমান ডিজিটাল প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে গিয়ে আমরা হারিয়ে ফেলেছি ফজরের নামাজ শেষে খালি পায়ে দুবলা ঘাসের ওপর হাঁটা,খাওয়ার পর চল্লিশ কদম হাঁটা সহ শরীরকে সুস্থ রাখার নানা কৌশল এবং নিয়ম । আর সেই সাথে ভেজাল খাবারের দৈরাত্ম এবং যুব সমাজের ওপর মাদকের ভয়াল থাবা। বাড়ছে রোগ, বাড়ছে স্বাস্থ্য ঝুকি। সব মিলিয়ে আমরা হারিয়ে ফেলছি একটি সুস্থ স্বাভাবিক জীবন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ ও স্বাভাবিক জীবন উপভোগ করতে প্রয়োজন নিয়মতান্ত্রিক শরীরচর্চা ও  খাদ্যাভাসে পরিবর্তন আনা। মেহেরপুরে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা শফিকুল ইসলাম সুজন এর  জিমন্যাষ্টিক ক্লাবের সফলতা,ব্যর্থতা এবং জীর্ণদশার নানা নেপথ্যের কাহিনী নিয়ে ধারাবাহিক প্রতিবেদন তৈরী করেছেন মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন। আজ পড়ুন ২য় পর্ব: শফিকুল ইসলাম সুজন কুষ্টিয়া শহরের হাউজিং আবাসিক এলাকায় বেড়ে ওঠা এক উদ্যোমি যুবক। বাবা দরুদ আলী পেশায় একজন মহুরী। চার ভাইবোনের মধ্যে সবার ছোট সুজন। সব পরিবারের ছোট ছেলের মতোই ছোটবেলা থেবেক দুরন্ত সুজন। ভিন্ন চিন্তাভাবনায় মেতে থাকতো সারাক্ষন। ছোটবেলা থেকেই র‌্যাম্বু,বুসলীর ফিগার দেখে খায়েশ জাগে তাদের মতো শরীর তৈরি করতে।এ নেশাই পেয়ে বসে তাকে। তারই অংশ হিসেবে ১৯৯৪ সালে কুষ্টিয়ার এন এস রোডে অবস্থিত দত্ত জিমনিসেমিয়ামে ক্লাবে ভর্তি হয় সে। শুরু হয় তার স্বপ্নের ফিগার তৈরি । প্রথম দিকে অল্প বয়স থাকায় আশানুরুপ ফলাফল সে পায় না।হতাশায় আশা ভঙ্গ হতে থাকে তার। এক সময় সে ছেড়েও দেয় জিমনেসিয়ামে আসা যাওয়া।এর মেধ্যে ১৯৯৯ সালে বাবার পেশার কারনে স্বপরিবারে তারা চলে আসে মেহেরপুরে। কিন্তু নেশা তাকে ছাড়েনা । মাঝে মধ্যে চলে যায় কুষ্টিয়ায়। অবশেষে ওস্তাদ ফটিক দত্ত (বর্তমান নাম রবিউল ইসলাম) এর সহযোগীতায় ২০০০ সাল থেকে সে রেজাল্ট পেতে শুরু করে। তারপর থেকে জিমনেসিয়ামের প্রতি তার এক ধরনের ভালোবাসা তৈরি হয়ে যায়।

ওস্তাদ ফটিক দত্তের অনুপ্রেরনায় সে নিজেকে একজন প্রশিক্ষক হিসেবে প্রস্তুত করতে থাকে। নিজেকে একজন দক্ষ প্রশিক্ষক হিসেবে প্রস্তুত করে চলে আসে মেহেরপুর।নিজের শারিরিক চাহিদা মেটাতে মেহেরপুর ষ্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার তত্তাবধানে পরিচালিত জিমনেসিয়াম ক্লাবে আসা যাওয়া শুর করতে থাকে ২০০২ সাল থেকে। কিন্তু এখানে কোনো প্রশিক্ষক না থাকায় সে একজন সদস্যদের মতো প্রাকটিস করতে থাকে ।সময়ের পরিক্রমায় জীবন জীবিকার তাগিদে ২০০৭ সাল থেকে সুজন মেহেরপুর জিমনেসিয়াম ক্লাবে প্রশিক্ষক হিসেবে নিজেকে জড়িয়ে ফেলেন। সেই থেকেই তার একমাত্র আয়ের উৎস এই জিমনেসিয়াম ক্লাবটি। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব নেয়ার কারন সম্পর্কে শফিকুল ইসলাম সুজন মেহেরপুর নিউজকে বলেন, প্রথমথ: এখান থেকে একটি আয়ের পথ তৈরি করা। যা দিয়ে আমি আমার  পরিবারকে সাপোর্ট দিতে পারি।সৎভাবে দু’বেলা দু’মুঠো খাবার খেয়ে জীবন ধারন করতে পারি।দ্বিতীয়ত: মেহেরপুরের তরুন সমাজকে মাদকের ভযাল থাবা থেকে রক্ষা করতে পারি এবং তাদের  সুন্দর রোগমুক্ত শরীর উপহার দিতে পারি।কারন আজকের তরুন আগামীদিনের ভবিষ্যৎ। এই তরুন উদ্যোক্তা সুজন কি পারবে তার আশা আকাংখা বাস্তবে রুপ দিতে এ প্রশ্ন এখন স্বাভাবিক ভাবেই চলে আসে। যেখান থেকে সে মাসে আয় করে মাত্র দেড় থেকে দু’হাজার টাকা।এ দুর্মূল্যোর বাজারে এ অর্থ দিয়ে কি হয় এ প্রশ্ন থাকলো পাঠককুলের কাছে ? এছাড়া আর যে সমস্যা তা হলো অস্বাস্থ্যকর পরিবেশ, ছোট্র পরিসর এবং অর্থনৈতিক দৈনতা। এভাবে চলতে থাকলে একটি সময় আসতে পারে যখন জীবিকার তাড়নায় একজন তরুন উদ্যেক্তা হাল ছেড়ে চলে যেতে পারে অন্য কোনো পেশায়। সেদিন কি হবে এ ক্লাবটির ? কে দায়িত্ব নেবে সমাজের সচেতন মানুষদের যারা তাদের শারিরিক চাহিদার কারেনে সুস্থ্য থাকার তাগিদে আসেন এ ক্লাবে ? আমরা কি পারিনা এ ধরনের একটি মহৎ উদ্যোগকে ধরে রাখতে ? প্রিয় পাঠক আমাদের সাথেই থাকুন জিমন্যাষ্টিক নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শের্ষ পর্বটি পড়ার জন্য ।