বর্তমান পরিপ্রেক্ষিত

তাপদাহে পুড়ছে গাংনী

By মেহেরপুর নিউজ

April 26, 2024

সাহাজুল সাজু :

প্রচন্ড তাপদাহের কারণে মেহেরপুরের গাংনীতে রাস্তা-ঘাট জনশূন্য। জরুরী প্রয়ােজন ছাড়া কেউ বাইরে যাচ্ছেনা। শুকিয়ে যাচ্ছে খাল-বিল ও পুকুরের পানি। হাঁসফাঁস করছে প্রাণীকূল। ক্ষেত-খামার পুড়ে যাচ্ছে। বিদ্যুত ব্যবস্থা ভাল থাকলেও প্রচন্ড গরমে বিদ্যুতের বাতাসেও যেনাে আগুন ঝরছে। কােথাও কােন স্বস্তি পাচ্ছেনা প্রাণীকূল। বৃষ্টির জন্য হাহাকার করছে মানুষ। বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে বিশেষ নামাজ আদায় করছেন মুসল্লিরা। তবুও বৃষ্টির দেখা মিলছেনা।

এদিকে, প্রচন্ড তাপমাত্রার কারণে কৃষকরা মাঠে যাচ্ছে ভােরে। আর কাজ সেরে বাড়ি ফিরছে সকাল ৮ টায়। সরজমিনে দেখা গেছে,প্রচন্ড গরমে অনেকে ঘর ছেড়ে একটু স্বস্তি পেতে গাছের ছায়ায আশ্রয় নিচ্ছে। শুক্রবার দুপুর ১২ টার সময় গাংনীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রী ৫ সেলসিয়াস। বাতাসের আদ্রতা ১৬ ℅।