শিক্ষা ও সংস্কৃতি

তাপদাহে আক্রান্ত হয়ে পরীক্ষা দিতে পারলো না দু’ এইচএসসি পরীক্ষার্থী

By মেহেরপুর নিউজ

April 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ এপ্রিল:

চৈত্রের তাপাদাহে আক্রান্ত হয়ে অসুস্ত হয়ে পড়লে পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরলো দু’এইচ এসসি পরীক্ষার্থী। তারা হলো মেহেরপুর পৌর কলেজের ছাত্র তাতীপাড়ার আব্দুল আজিজের ছেলে আনিসুর রহমান ও এ আরবি কলেজের ছাত্র আমঝুপি গ্রামের জয়নালের ছেলে ফয়সাল।

জানা গেছে, মেহেরপুর সরকারী মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার পরপরই মেহেরপুর পৌর কলেজের ছাত্র আনিসুর রহমান ও এআরবি কলেজের ছাত্র ফয়সাল হঠাৎ করে অসুস্থ হয়ে বমি করতে থাকে। পরে চিকিৎসকককে খবর দেয়ার পর ফয়সালকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও সে পরীক্ষায়  অংশ নিতে পারেনি। অপরদিকে আনিসুর চিকিৎসক আসার পূবেই তাকে অসুস্থ অবস্থায় বাড়ি পাঠিয়ে দেয়া হয়।