রাজনীতি

তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মেহেরপুর বিএনপির গণমিছিল

By মেহেরপুর নিউজ

January 08, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান  তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গনমিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর বিএনপি। আজ মঙ্গলবার সকালে মুজিবনগরের কেদারগঞ্জ বাজার  প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সাবদার আলী মেম্বার। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাসুদ অরুন বলেন গুম হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। তিনি  বলেন অবিলম্বে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। সমাবেশ শেষে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর বিএনপি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উপজেলার হাজার হাজার নেতাকর্মী গণমিছিলে অংশ নেয়।