রাজনীতি

তারেক রহমানের ৫ম কারাবন্দী দিবস উপলক্ষে মেহেরপুর বিএনপির মিছিল সমাবেশ

By মেহেরপুর নিউজ

March 06, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ: তারেক রহমানের ৫ম কারাবন্দী দিবস উপলক্ষে মিছিলও সমাবেশ করেছে মেহেরপুর বিএনপি। আজ মঙ্গলবার সকাল ১০ টায় মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গন থেকে তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও অপপ্রচার বন্ধের দাবীতে একটি মিছির বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা বিএনপির কার্যালয়ে এস শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন  সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। এর আগে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মাসুদ অরুন। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ।