অন্যান্য

তীব্র দাবদাহে অতিষ্ঠ মেহেরপুরের জনজীবন

By মেহেরপুর নিউজ

April 26, 2014

আবু আক্তার, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ এপ্রিল:        তীব্র দাবদাহে পুড়ছে মেহেরপুরের জনপদ। অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে পড়ে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। মানুষ রাস্তায় বেরুতে পারছে না। লু হাওয়া বইছে সর্বত্রয়। অসুস্থ হয়ে পড়ছেন বৃদ্ধ ও শিশুরা। শনিবার মেহেরপুরের তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে বলে জানান চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।  মৌসুমি ঝড়-বৃষ্টি না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। দু-একদিনের মধ্যে ঝড়-বৃষ্টির কোনো লক্ষণ নেই। ফলে তাপমাত্রা নামার কোনো সম্ভাবনাও তারা দেখছেন না। এক সপ্তাহ ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সকাল ১০টার পর থেকে তাপ বাড়ছে দ্রত। বাতাস অস্বাভাবিক গরম। যেন লু হাওয়া বইছে। ফলে দিনের অধিকাংশ সময় রাস্তাঘাট থাকছে অস্বাভাবিক ফাঁকা। নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষজন রাস্তায় বের হচ্ছেন না। তবে শ্রমজীবীদের বাইরে বেরুতে হচ্ছে বাধ্য হয়ে। দিনের বেশিরভাগ সময় তারা ঘরের বাইরে থাকলেও কাজ করতে পারছে সামান্যই। গাছের ছায়া বা অন্য কোথাও তারা দীর্ঘসময় ধরে বিশ্রাম নিতে বাধ্য হচ্ছে। রাস্তার ধারে শরবত বা আইসক্রিম খেয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করতে দেখা গেছে অনেক শ্রমজীবী মানুষকে। স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে যেতে পারছেনা। প্রচন্ড গরমে নিজেকে বাঁচাতে বই বা ব্যাগ মাথায় দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে শিক্ষার্থীরা। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ কাজ ব্যহত হচ্ছে চরমভাবে। সেচ কাজ চালিয়ে যেতে অতিরিক্ত খরচের মধ্যে পড়েছে চাষীরা। প্রচন্ড রোদ আর গরমে চাষীরা মাঠে কাজ করতে না পারায় অনেক ফসল নষ্ঠ হচ্ছে জমিতে। এদিকে এমন বৈরী আবহাওয়ার কারনে গরমজনিত রোগ-বালায় বাড়ছে দিন দিন। চিকিৎসা সেবা দিতে হিমসিম খাচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলো। মেহেরপুর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ওবাইদুল ইসলাম পলাশ জানান, তীব্র গরমে শিশু সহ ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এই ধরনের রোগীর সংখ্যা হাসপাতালে বাড়ছে।