বর্তমান পরিপ্রেক্ষিত

তুচ্ছ ঘটনার জের।মেহেরপুরের রঘুনাথপুরে আপন ভাগ্নের অস্ত্রাঘাতে ২ মামা জখম

By মেহেরপুর নিউজ

June 04, 2023

মেহেরপুর নিউজ ঃ

তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মোঃ কামিরুল ইসলাম তার আপন দুই মামা মোঃ সালাম (৬০), মোঃ শামসুল হক (সামু) (৫০)কে কুপিয়ে জখম করেছে। মোঃ সালাম ও শামসুল হককে আহত অবস্থায় মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুরে এ হামলার ঘটনা ঘটে। আহত সালাম ও শামসুল হক রঘুনাথপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। হামলাকারি মোঃ কামিরুল একই গ্রামের ওহাব আলির ছেলে এবং আহত সালাম (৬০), মোঃ শামসুল হকের আপন ভাগ্নে। জানা গেছে কয়েকদিন পূর্বে মোঃ কামিরুল এর ছেলে মোঃ রিফাদ তাদের বাড়িতে গান-বাজনা করার সময় মামা মোঃ ছালাম তাকে নিষেধ করে। এবং লাঠি দিয়ে আঘাত করে। এই ঘটনার জের ধরে রবিবার বিকালের দিকে ভাগ্নে মোঃ কামিরুল ও তার ছেলে মোঃ রিফাদ ধারালো অস্ত্র নিয়ে আপন ২ মামার উপর অতর্কিত হামলা চালাই। এ সময় তাদের হামলায় সালাম (৬০), মোঃ শামসুল হক মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় রেফার করা হয়।