মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে, সাহান আলী (৩২), জাফর আলী (২৮), সেলিম রেজা (২৪), আহসান হাবীব (২৩) ও অপরপক্ষের পেরু শাহ (৬৫) ও তার ছেলে আব্দুর রশিদ (২৫) গাংনী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আজ রবিবার বিকালের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সাহান জানান, গাংনী কাথুলি সড়কের সাহারবাটি নামক স্থানে ট্রাকে কপি বোঝাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় প্রতিপক্ষ পেরু শাহ ও তার ছেলে আব্দুর রশিদ বিচালী দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাদের নিশেধ করাই আমাদের উপর হামলা করে আহত করেছে। অপরদিকে আহত পেরু শাহ অভিযোগ অস্বীকার করে জানান, রাস্তার উপর আমার কোন বিচুলী (ধানের গোড়া) নেই। আমাদের জমির কপি নিয়ে রাস্তায় আসার সময় তারা ট্রাক থামিয়ে প্রতিবন্ধকতা তৈরী করে আমাদের উপর হামলা করে। তারা নিজেদের অপরাধ ঢাকতে হাসপাতালে ভর্তি হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. একে রেজা জানান, পেরু শাহ ও তার ছেলে আব্দুর রশিদের মাথায় কয়েকটি করে সেলাই দেওয়া হয়েছে। বাকীরা সামান্য আহত হয়েছেন। উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তারা জানিয়েছেন।