মেহেরপুর নিউজ:
তর্কের জের ধরে মোঃ আরিফ (৪৫)নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে জখম। তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। আহত আরিফ মেহেরপুর শহরের কলেজ পাড়া এলাকার মোমিনুল ইসলামের ছেলে। জানা গেছে, ঘটনার সময় আরিফের সাথে প্রতিবেশী খাদিমুলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কের সৃষ্টি হয়। তর্কের জের ধরে খাদিমুলের ছেলের শাকিল ছুটে এসে তাকে প্রহার করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।