কৃষি সমাচার

তুলা আবাদ বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

By Meherpur News

July 07, 2025

মেহেরপুর নিউজ:

২০২৫-২৬ মৌসুমে তুলা আবাদ বৃদ্ধির লক্ষ্যে তুলা উন্নয়ন বোর্ড কুষ্টিয়া জোন, মেহেরপুর এর উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে মেহেরপুর শহরের তুলা উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: কুষ্টিয়া অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন, মেহেরপুর জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা এস. এম. ইজাজুল ইসলাম, চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন কর্মকর্তা সেল দেবাশীষ, স্থানীয় তুলা চাষি প্রতিনিধি আব্বাস আলী উদ্দিন রানা ও শরফত উল্লাহ প্রমুখ।

 অনুষ্ঠানে মেহেরপুর জেলার প্রায় ৮০ জন তুলা চাষিকে উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়: ৬০০ গ্রাম হাইব্রিড তুলা বীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি টিএসপি, ৫০ কেজি পটাশ, ২ কেজি বোরন সার, ২০০ মিলি ডাইফেনথউরোন (কীটনাশক), ১০০ মিলি স্পিনোসেড, ১৫০ মিলি ছত্রাকনাশক, ৩০০ মিলি পিজিআর (প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর)

এই প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে তুলা উৎপাদনে কৃষকের আগ্রহ বাড়বে এবং দেশে তুলা উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“সরকার কৃষিকে আধুনিক ও টেকসই করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তুলা চাষে এই ধরনের সহায়তা কার্যক্রম কৃষকদের চাষাবাদে উৎসাহ দেবে এবং তুলা আমদানির ওপর নির্ভরশীলতা কমাবে।”

আয়োজক তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হবে।