বর্তমান পরিপ্রেক্ষিত

তৃণমূল উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ মনির হায়দারের

By Meherpur News

July 18, 2025

মেহেরপুর নিউজ:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার বলেছেন, “সবাই মিলে কাজ করলে ভালো কিছু করা সম্ভব। একা কেউ কিছু করতে পারে না, সম্মিলিত উদ্যোগই পারে দেশের উন্নয়নের গতি বাড়াতে।”

তিনি শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “তৃণমূল মানুষের উন্নয়নে এনজিও’র ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মনির হায়দার আরও বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব। ছোট ছোট কাজ একসাথে হলে তা একদিন বড় কিছুতে রূপ নেয়। এনজিওরা মাঠপর্যায়ে যে কাজগুলো করে, তা সরকারী পরিকল্পনার সঙ্গে একীভূত হলে উন্নয়নের ধারা আরও গতিশীল হবে।”

জেলা প্রশাসক সিফাত মেহেনাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফর, দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, ব্রাকের জেলা প্রতিনিধি মনিরুল ইসলামসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি।