মেহেরপুর নিউজ:
তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে ক্রীড়া মেধার পরিশীলন, পরিস্ফুটন ও উন্নয়ন, সর্বোপরি সামগ্রিকভাবে দেশের ক্রীড়ার মান উন্নয়নরে লক্ষ্যে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর উদ্যোগে মেহেরপুর জেলায় “তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫” এর অধীনে জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচী শুরু হয়েছে।
বুধবার সকাল থেকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে খেলায়াড় বাছাই করা হয়। তৃণমূল পর্যায় ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম জেলা পর্যায়ে ২১ টি ক্রীড়া বিভাগ যথাক্রমে আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শুটিং, তাইকোয়ানডো,টেবিল টেনিস, ভলিবল, উশু স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন,ব্যাডমিন্টন খেলায় ১০ থেকে ১৩ বছর বয়সী এবং বক্সিং, জিমন্যাস্টিক, সাঁতার, টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১৩ বছর বয়সী ছেলে এবং মেয়ে খেলায়াড় নির্বাচন করা হয়। মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী বাছাই- এ অংশগ্রহণ করে।