জাতীয় ও আন্তর্জাতিক

থমকে গেছে মেহেরপুর

By মেহেরপুর নিউজ

April 03, 2016

মেহেরপুর নিউজ,০৩ এপ্রিল:

“মেহেরপুরে স্থল বন্দর চাই” এই দাবীতে আধাঘন্টা কর্মবিরতি পালন করছে জেলার সর্বস্তরের জনগন। আধা ঘন্টার জন্য থমকে গেছে গোটা মেহেরপুর। স্থল বন্দরের দাবীতে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পড়েছে রাজনৈতিক নেতা, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শ্রমিক, দিনমজুর, সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ জেলার সকল স্তরের নারী-পুরুষ।

আজ রবিবার বেলা সাড়ে ১২ টায় মেহেরপুর স্থলবন্দর আন্দোলন ফোরামের মুখপাত্র এম এ এস ্ইমনের নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্তর থেকে নারী পুরুষ মিছিল সহকারে এসে আন্দোলনে যোগ দেয়। ঘড়ির কাঁটা ১২ টা ৩০ মিনিটে পৌছালে শহরের সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা কোর্ট

মোড় থেকে বড় বাজার পর্যন্ত সড়কের দু’পাশে দাঁড়িয়ে স্থলবন্দরের দাবীতে মিছিল করতে থাকে।উল্লেখ্য,মেহেরপুর জেলা স্থল বন্দর বাস্তবায়ন ফোরাম মেহেরপুর জেলায় স্থলবন্দরের দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর আগে একই দাবীতে মৌন মিছিল,স্মারকলিপি প্রদান ও মানববন্ধনের মত কর্মসূচি পালিত হয়েছে।