কবিতা

দগ্ধ চেতনা

By মেহেরপুর নিউজ

February 22, 2020

 নূর আলম:

===============

আজও তোমার জন্য পথচেয়ে থাকি

শুদ্ধতার সন্ধানে

খুঁজে ফিরি শহরেন অলি গলি।

তোমার আদর্শকে ধারন করতে

হাজারো ব্যস্ততার ভীড় ঠেলে

শহীদ মিনারে এসে দাঁড়ায় মধ্যরাতে।

 

তোমার চেতনাতে খুঁজি রাজনীতিতে ,

শিক্ষাঙ্গনে অফিসে আদালতে।

অবশেষে তোমার খোঁজ করি

আমার অস্তিত্বের কাছে।

 

শিমুল পলাশ কৃষ্ণচূড়ার ডালে কোকিলের কন্ঠে

আম্রমুকুলের মৌ মৌ গন্ধে

শোনাও হে দ্গ্ধ পথিক তোমার চেতনার কবিতা