ক্রিকেট

দরবেশপুরে নৈশ ক্রিকেট টুর্নামেন্টের খেলায় ঢাকা একাদশ চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

June 13, 2019

মেহেরপুর নিউজ, ১৩ জুন:

মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর অনুরাগ আদর্শ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত নৈশ ক্রিকেট টুর্নামেন্টের খেলায় ঢাকা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার রাতে  নতুন দরবেশ স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় ঢাকা একাদাশ ৫ রানে স্থানীয় একাদশকে হারায়।

ঢাকা একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে  ১২ ওভারে ১৫৮ রান করে। জবাবে স্থানীয় একাদশ ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। রাতুল ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।