বর্তমান পরিপ্রেক্ষিত

দাবি করা পিতা মাতার জিম্মায় দেয়া হলো শিশুটিকে….

By মেহেরপুর নিউজ

May 29, 2016

মেহেরপুর নিউজ,২৯ মে: নিজের সন্তান দাবি করায় ২ মাস বয়সী আবু সাঈদ নামের শিশুটিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের জয়নাল আবেদীন ও কাঞ্চনমালা দম্পতির জিম্মায় দিয়েছে পুলিশ। রবিবার বিকালে নিজ সন্তান দাবি করে মেহেরপুরের দারুস সালাম ক্লিনিকের মালিক ডা. আব্দুস সালামসহ দুজনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন জয়নাল আবেদীন। পরে সন্ধ্যায় উভয় পক্ষের লোকজনকে নিয়ে সমঝোতা শেষে আপাতত শিশুটিকে অভিযোগকারীর জিম্মায় দেয়া হয়েছে বলে জানান সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। ইকবাল বাহার চৌধুরী জানান, শিশুটিকে নিজের সন্তান দাবি করায় জয়নাল আবেদিনের জিম্মায়ে দেয়্ হয়েছে। পালিত বাবা মা মুজিবনগর উপজেলার জসিম উদ্দিন ও সেলিনা খাতুন তাদের সন্তান প্রমান করতে পারলে শিশুটিকে তাদের ফেরার দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। জানা গেছে, রবিবার দুপুরে আবু সাঈদ নামের দুই মাস বয়সি এক শিশুসহ মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের নিঃসন্তান দম্পত্তি জমিস উদ্দীন ও সেলিনা খাতুন পুলিশে হেফাজতে নেয় মুজিবনগর থানা পুলিশ। জয়নাল আবেদনের আবেদনের বরাত দিয়ে ওসি কাজী কামাল হোসেন জানান, গত ২৬ মার্চ মেহেরপুর শহরের একটি ক্লিনিকে পুরন্দরপুর গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী কাঞ্চন মালার সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনের পর ক্লিনিক কর্তৃপক্ষ তাদের একটি শিশু পুত্র হয়েছে বলে জানান। কিন্তু গর্ভবস্থায় বিভিন্ন পরীক্ষায় তাদের জমজ সন্তান ছিল বলে জানিয়েছিলো দারুস সালাম ক্লিনিক মালিক ডা. আব্দুস সালাম।  কিন্তু যেদিন তাদের সন্তান হয়, ক্লিনিক থেকে জানিয়েছিলো একটি সন্তান হয়েছে। এ নিয়ে ধূম্যজালের সৃষ্টি হলেও একটি সন্তান নিয়েই বাড়ি ফিরে যান জয়নাল আবেদীন। দুই মাস পর আনন্দবাস গ্রামের নিঃসন্তান দম্পত্তি জসিম উদ্দীনের বাড়িতে একই বয়সী শিশু দেখে নিজেদের সন্তান বলে দাবি করেন জয়নাল। ওসি কামাল হোসেন আরো জানান, শিশুর জন্মস্থান মেহেরপুর শহরে হওয়ায় এ বিষয়ে মামলার দায়েরের জন্য আটক দুজনসহ বাদিপক্ষকে সদর থানায় পাঠায় মুজিবনগর থানা। তবে অভিযুক্ত ডা. আব্দুস সালাম বলেন, আলট্রাসনোগ্রামে জমজ সন্তান মনে হলেও সিজারিয়ানের মাধ্যমে কাঞ্চনমালার একটি সন্তান হয়েছে। এদিকে জসিম ও সেলিনা খাতুন জানিয়েছেন গাজীপুরের হালুকাদের  রাবেয়া খাতুনের কাছ থেকে শিশুটিকে গত ১০ এপ্রিল  নোটারি পাবলিকে এফিডেভিটের মাধ্যমে ৭০ হাজার টাকায় দত্তক নিয়েছেন তারা। বিষয়টি নিয়ে কথা বললে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন বলেন, মুসলিম আইনে সন্তান দত্তক বা হস্তান্তর বিষয়ক কোনো আইনই নাই। সন্তান হস্তান্তর বিষয়ে কোনো নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করলে তা আইনগত গ্রহণযোগ্য হবে না।