শিক্ষা ও সংস্কৃতি

দারিদ্রতাকে জয় করেছে টুনটুনি

By মেহেরপুর নিউজ

December 31, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ ডিসেম্বর: চরম দারিদ্র সীমার নীচে বসবাস করে কোন প্রাইভেট শিক্ষকের কাছে না পড়েও প্রাথমিক সমাপনী পরীক্ষায় মেহেরপুর জেলার মধ্যে সম্মলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার অন্যন্য গৌরব অর্জন করেছে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী তানজিমা আক্তার টুনটুনি। মেহেরপুর সদর উপজেলার রাঁধাকান্তপুর গ্রামের হত দরিদ্র দিন মজুর আমানুল ইসলাম ও শাহিদা খাতুনের এক মাত্র কন্যা টুনটুনি স্কুলে ক্লাস করার পাশাপাশি প্রতিদিন নিজ উদ্যোগে বাড়িতে নিয়মিতভাবে ৪/৫ ঘন্টা করে পড়া লেখা করত। অতিশয় কৃষ্ণকায় জীর্ণশীর্ণ দেহের অধিকারীনি টুনটুনির পোশাক-আশাক দেখলে বোঝা যায় তাদের অর্থনৈতিক অবস্থা কতটা করুন। টুনটুনি জানায়, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলে তার ওই ফলাফল হয়েছে বলে সে জানায়। স্বাভাবিক কারনেই  ওই ফলাফলে টুনটুনিসহ তার পরিবারের সবাই খুশি। ভবিষ্যতে সে চিকিৎসক হয়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়।