শিক্ষা ও সংস্কৃতি

দারিদ্রতা হেরে গেছে শোভা’র কাছে

By মেহেরপুর নিউজ

May 10, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ মে: দারিদ্রের নির্মম কষাঘাতে জর্জরিত হয়েও লেখা পড়া ছেড়ে দেয়নি সানজিদা আক্তার শোভা। নিজে প্রাইভেট না পড়তে পারলেও  প্রাইভেট পড়িয়ে লেখাপড়ার খরচ অনেকটা বহন করতে হতো শোভাকে। শোভা এবার যশোর বোর্ডের অধিনে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বানিজ্য বিভাগ থেকে জিপিএ- ৫ পেয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের দরিদ্র বর্গা চাষী নুরুল ইসলাম ও ফেরদৌসি খাতুনের ছোট মেয়ে সানজিদা আক্তার শোভা । বরাবরই ছাত্রী হিসেবে ভাল হলেও পরীক্ষার প্রস্তুতির জন্য কোন প্রাইভেট পড়তে পারেনি। অসুস্থ থেকেও অন্যকে প্রাইভেট পড়িয়ে নিজে কয়েক মাস প্রাইভেট পড়েছে সে। বাবার জমি জিরাত নেই অন্যের জমি বর্গা নিয়ে কোন মতে সংসার চলে তার। তবুও ছেলে মেয়ের লেখা পড়া বন্ধ করেননি। শোভার পিতা নুরুল ইসলাম আবেগতাড়িত কন্ঠে জানান, নিজের কোন সম্পদ নেই তার পরও ছেলে মেয়েদের লেখা পড়া কখনো বন্ধ করেননি। নিজেরা না খেয়ে ছেলে মেয়েদের খাবারের ব্যবস্থা করতেন তিনি। শোভার মা ফেরদৌসি খাতুন জানান, মেয়ে ভাল পাশ দিয়েছে এটা অত্যন্ত খুশির খবর তার পরও বড় কষ্ট কিভাবে ওকে কলেজে পড়াবো। শোভা জানান, নিজের মেধা দিয়ে যতটুকু পেরেছি তা দিয়েই আমি ভাল ফল পেয়েছি। ভবিষ্যত জিবনে শোভা একজন বিচারক হতে চায়। জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী জানান, শোভা বরাবরই ভাল ছাত্রী। তার যতটুকু সুযোগ দেয়ার প্রয়োজন তা দেয়ার চেষ্টা করা হয়েছে। তবে কলেজে ভর্তি ও লেখা পড়ার খরচের জন্য সমাজের বিত্তশালীদের সহযোগিতা প্রয়োজন।

সমাজে বিত্তশারী প্রতিপত্তের অভাব নেই,আসুন আমরা কি পারি না শোভাদের মত দরিদ্র মেধাবী মেয়েদের পাশে দাড়াতে,তার উজ্জল ভবিষ্যৎকে একটু এগিয়ে দিতে ?