বর্তমান পরিপ্রেক্ষিত

দারিয়াপুরে গাড়লের খামারের দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ

By মেহেরপুর নিউজ

May 08, 2022

মেহেরপুর নিউজ:

সরকারি আইন অমান্য করে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে ঘন বসতি এলাকায় গাড়লের খামার তৈরি করায় দুর্গন্ধে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছে।

দারিয়াপুর গ্রামের জনৈক খোকন প্রধান সড়ক ঘেঁষে” শায়ন গাড়ল খামার ” নামের একটি গাড়লের খামার তৈরি করেছেন। সেখানে বর্তমান শতাধিক গাড়ল রয়েছে। গাড়লের খামার টি একেবারে রাস্তার পাশে হওয়ায় গাড়লের মূল মন্ত্র সহ দুর্গন্ধে সেখানে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।

গুরুত্বপূর্ণ সড়কে যাতায়াত করতে হলে নাকে রুমাল গুজে চলাচল করতে হয়। একই সাথে প্রতিবেশীরাও দুর্গন্ধে সেখানে বসবাস করা একেবারে দায় হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-তে বলা হয়েছে (কক) ‘‘জলাধার’’ অর্থ নদী, খাল, বিল, হাওড়, বাওড়, দীঘি, পুকুর, ঝর্ণা বা জলাশয় হিসাবে সরকারী ভূমি রেকর্ডে চিহ্নিত ভূমি, বা সরকার, স্থানীয় সরকার বা সরকারী কোন সংস্থা কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত কোন জলাভূমি, বন্যা প্রবাহ এলাকা, সলল পানি ও বৃষ্টির পানি ধারণ করে এমন কোন ভূমি; (ককক) ‘‘ঝুঁকিপূর্ণ বর্জ্য (Hazardous Waste) ” অর্থ যে কোন বর্জ্য যাহা নিজস্ব ভৌত বা রাসায়নিক গুণগত কারণে অথবা অন্য কোন বর্জ্য বা পদার্থের সংস্পর্শে আসার কারণে বিষক্রিয়া, জীবাণুসংক্রমণ, দহন, বিস্ফোরণক্রিয়া, তেজষ্ক্রিয়া, ক্ষয়ক্রিয়া বা অন্য কোন ক্ষতিকর ক্রিয়া দ্বারা পরিবেশের ক্ষতিসাধনে সক্ষম;] (খ) “দূষণ” অর্থ বায়ু, পানি বা মাটির তাপ, স্বাদ, গন্ধ, ঘনত্ব বা উহাদের অন্যান্য বৈশিষ্ট্যের পরিবর্তনসহ বায়ু, পানি বা মাটির দূষিতকরণ বা উহাদের ভৌতিক, রাসায়নিক বা জৈবিক গুণাবলীসমূহের পরিবর্তন, অথবা বায়ু, পানি, মাটি বা পরিবেশের অন্য কোন উপাদানের মধ্যে তরল, গ্যাসীয়, কঠিন, তেজস্ক্রিয় বা অন্য কোন পদার্থের নির্গমনের মাধ্যমে বায়ু, পানি, মাটি, গবাদি পশু, বন্যপ্রাণী, পাখী, মত্স্য, গাছপালা বা অন্য সব ধরণের জীবনসহ জনস্বাস্থ্যের প্রতি ও গৃহকর্ম, বাণিজ্য, শিল্প, কৃষি, বিনোদন বা অন্যান্য ব্যবহারিক ক্ষেত্রে ক্ষতিকারক, অহিতকর বা ধ্বংসাত্মক কার্য।

অতএব জনগণের স্বাস্থ্যের ক্ষতি হবে এমন কোনো কাজ লোকালয়ে করা যাবে না। বিষয়টি স্থানীয় প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি দেওয়া অত্যন্ত জরুরি বলে এলাকাবাসী মনে করেন।