বর্তমান পরিপ্রেক্ষিত

দারিয়াপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 18, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বারের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দারিয়াপুর ২ নম্বর ওয়ার্ড মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম হক খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। দারিয়াপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য রাসেল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার গোলাম নবী,মোঃ সাদিক,রাফিউল ইসলাম,রাজু আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মতিউর রহমান , দারিয়াপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজান সিরাজ দোলন, মুজিবনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক। টুর্নামেন্টে মোট ৪ টি দল অংশগ্রহণ করছে।