মেহেরপুর নিউজ:
সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন যুব মহিলা লীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গাউছিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দারিয়াপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী শিরিন নাহারের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি ফরহাদ হোসেন।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেটের রুতসোভা মন্ডল, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তসলিমা খাতুন প্রমুখ।