ফুটবল

দারিয়াপুর পাবলিক ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টে মেহেরপুর সিটি ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

October 12, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর পাবলিক ক্লাবের উদ্যোগে দারিয়াপুর ফুটবল মাঠে হাবিবুর রহমান ছোট খোকা,আফতাব উদ্দিন,বজলুর রহমান,হয়রত আলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে মেহেরপুর সিটি ক্লাব জয়লাভ করেছে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত খেলায় সিটি ক্লাব ২-১ গলে পাটকেল পোতা একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আকাশ দুটি গোল করেন, পাটকেল পোতার পক্ষে জাহিদ একটি গোল পরিষদ করেন।