বর্তমান পরিপ্রেক্ষিত

দারিয়াপুর প্রেরণা একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 26, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর প্রেরণা একাডেমির উদ্যোগে ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও শিশু বিবাহ বন্ধে স্কুল ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের  মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রেরণা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দারিয়াপুর প্রেরণা একাডেমির পরিচালক কামরুল হাসান চাঁদু । এসময় একাডেমির ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে অভিভাবকদের প্রতিক্রিয়ায় বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক-শিক্ষিকাদের   সার্বিক সহযােগিতায় প্রেরণা একাডেমির শিক্ষার মান ধরে রেখেছে। শিক্ষার মান ধরে রাখার পাশাপাশি বাল্যবিবাহ অনেকাংশে কমেছে। সরকারী-বেসরকারী সংস্থার উদ্যােগে সচেতনতামূলক ভিডিও চিত্র,উঠান বৈঠক,সভা-সেমিনার, সমাবেশ, লিফলেট বিতরণসহ নানা ভাবে মানুষকে উদ্বৃদ্ধ করে আসছে। যার ফলে অভিভাবকদের মধ্যে একটা সচেতনতা বােধ সৃষ্টি হচ্ছে।