ফুটবল

দারিয়াপুর ফুটবল টুর্নামেন্টে বাদিয়াপাড়া একাদশ কোয়ার্টার ফাইনালে

By মেহেরপুর নিউজ

September 25, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের দারিয়াপুর যুব সম্প্রদায়ের উদ্যোগে দারিয়াপুর ফুটবল টুর্নামেন্টে বাদিয়াপাড়া একাদশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

রবিবার দারিয়াপুর মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় বাদিয়াপাড়া একাদশ ১-০ গোলে আনন্দবাস একাদশকে পরাজিত করে। খেলায় দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটের মাথায় রুম্মন জয়সূচক গোলটি করেন। খেলার রুম্মন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম রবি এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার তুলে দেন।