ফুটবল

দারিয়াপুর ফুটবল টুর্নামেন্টে ধলা একাদশ কোয়াটার ফাইনালে

By মেহেরপুর নিউজ

September 28, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের দারিয়াপুর যুব সম্প্রদায়ের উদ্যোগে দারিয়াপুর ফুটবল টুর্নামেন্টে ধলা একাদশ কোয়াটার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বুধবার দারিয়াপুর মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ৪র্থ খেলায় ধলা একাদশ ২-১ গোলে ভবেরপাড়া একাদশকে পরাজিত করে।

খেলার প্রথমার্ধে বাবু ও দ্বিতীযার্ধে মিঠুন ধলার পক্ষে গোল করেন।দ্বিতীয়ার্ধে ভবেরপাড়ার ইসলাম একটি গোল পরিশোধ করেন। খেলার বিজয়ী দলের মিঠুন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম রবি এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার তুলে দেন।