বর্তমান পরিপ্রেক্ষিত

দারিয়াপুরের ছোটনাগা বিল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 21, 2023

মুুজিবনগর প্রতিনিধিঃ

মেহেরপুরের মুুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোপীনাথপুর ছোটনাগা বিল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলকন্মোচন করে গোপীনাথপুর ছোটনাগা বিল সড়ক উন্নয়নের শুভ উদ্বোধন করেন।এ সময় সেখানে মোনাজাত করা হয়।

মেহেরপুর এলজিইডির উদ্যোগে রোববার বিকালের দিকে পুরন্দরপুর ক্লাব মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোপীনাথপুর ছোটনাগা বিল সড়ক উন্নয়নের শুভ উদ্বোধন উপলক্ষে পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, মুুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস,মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল।

উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মুুজিবনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম তোতা,সাধারণ সম্পাদক আবুল কালাম, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এএসএম মাহাবুব আলম রবি, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তহমিনা খাতুন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোস্তাকিম হক খোকন প্রমূখ উপস্হিত ছিলেন।