আইন-আদালত

দারিয়াপুরে ভ্রাম্যমান আদালত ব্যবসায়ী জরিমানা

By মেহেরপুর নিউজ

December 13, 2021

 মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে ভ্রাম্যমান আদালতে নকল ও পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত নয়ন বিড়ি ও আগাম স্বাস্থ্য সতর্কতা সম্বলিত কাগজপত্র বিহীন টপটেন সিগারেট উদ্ধার। পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ী নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দারিয়াপুর বাজার আফ্রিদির স্টোর থেকে ২৬ হাজার ৫০০ শলাকা নয়ন বিড়ি ও আগাম স্বাস্থ্য সতর্কতা সম্বলিত কাগজপত্র বিহীন ২৩ হাজার ২০০শলাকা টপটেন সিগারেট জব্দ করা হয়।

ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ১০ ধারা ও বিধিঃ২০১৫ এর ৯ এর১(ঙ)মতে মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা হয় এবং দোকান মালিকের নিকট থেকে ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।