রাজনীতি

দারিয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেপি প্রার্থীর গনসংযোগ

By মেহেরপুর নিউজ

March 13, 2016

মেহেরপুর নিউজ, ১৩ মার্চ: আসন্ন দারিয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেপি মনোনিত প্রার্থী মওলাদ হোসেন গনসংযোগ করেছে।

রোববার মওলাদ হোসেন দারিয়াপুর থেকে শুরু করে দায়িপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন। এসময় তিনি সব শ্রেণী পেশার মানুষের কাছে ভোট ও দোয়া কামনা করেন।