বর্তমান পরিপ্রেক্ষিত

দিঘিরপাড়াতে সোহনা স্বরণে দোয়া অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 02, 2017

মেহেরপুর নিউজ, ০২ মে: মেহেরপুর শহরের দিঘিরপাড়া সোহনা  স্বরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে এ দোয়া অনুষ্ঠিত হয়।

পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর জাফর ইশবালের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নুর হোসেন আঙ্গুর, সদর উদ্দিন, বদর উদ্দিন, শরিফুল ইসলাম, খবির উদ্দিন, মোয়াজেম হোসেন, শামীম রোজা প্রমুখ।