রাজনীতি

দু:খ প্রকাশ করে মহিলা এমপির বিবৃতি

By মেহেরপুর নিউজ

August 16, 2015

মেহেরপুর নিউজ, ১৬ আগষ্ট: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের দিন গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করে র‌্যালীতে অংশ নেয়ার ঘটনায় দু:খ প্রকাশ করে মেহেরপুর নিউজকে বিবৃতি পাঠিয়েছেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানু ।রোববার দুপুরে  মেহেরপুর নিউজের মেইলে বিবৃতিটি পাঠান।

লিখিত বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন , গত ১৬ আগষ্ট রবিবার বিভিন্ন জাতীয় ,আঞ্চলিক ও আনলাইন পত্রিকায় শোক দিবসে এমপির গাড়িতে পতাকা শিরনামে সংবাদ পরিবেশন হয়েছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, গত ১৫ আগষ্ট আমি গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উপস্থিত হয়। যথারীতি বিভিন্ন কর্মসুচিতে ব্যাস্ত হয়ে পড়ি  । জাতির জনকের প্রতিকৃতিতে যখন পুস্পমাল্য অর্পন করি সেই সময় আমার অজান্তে কর্মীদের কেউ আমার গড়িতে একটি ছোট পতাকা বেঁধে দেন। গাংনীর আনুষ্ঠান শেষ করে, মেহেরপুর জেলা প্রশাসনের কর্মসুচিতে অংশগ্রহণের জন্য দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করার কারণে গাড়ির পতাকাটি আমি খেয়াল করতে পারেনি। চলার সময় পথি মধ্যে পাতাকাটি আমার দৃষ্টিগোচর হয় এবং সঙ্গে থাকা এক কর্মীকে পতাকাটি নামিয়ে নিতে নির্দেশ দিই। গন্তব্যে পৌছে নামানের সিদ্ধান্ত নেই।তবুও এহেন অনাকাংক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। উল্লেখ্য, মন্ত্রী বা প্রতিমন্ত্রী না , মহিলা এমপি ‘র গাড়িতে জাতীয় পতাকা শিরোনামে বিভিন্ন গনমাধ্যম গুলোতে সংবাদ প্রকাশ হয় এবং বিষয়টি টক অব দ্যা টাউনে পরিণত হয়।