অন্যান্য

দু’টি মোটরসাইকেলের সবই এক

By মেহেরপুর নিউজ

October 04, 2015

মেহেরপুর নিউজ,০৪ অক্টোবর: একই রেজিষ্ট্রেশন নম্বর, একই রং এবং ১০০ সিসির দু’টি ডিসকভার মোটরসাইকেল জব্দ করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ)।এখানেই শেষ নয় দুটি মোটর সাইকেলের ইঞ্জিন নম্বরও একই । পুলিশ ধারনা করছে একটি মোটরসাইকেলের ইঞ্জিন নং টেমপ্লেট করা হয়েছে। মোটরসাইকেল দু’টির রেজিষ্ট্রেশন নং- মেহেরপুর হ-১১-৫৫৮৫।জব্দকৃত মোটরসাইকেল দুটি জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে। 

সোমবার রাতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিনের নেতৃত্বে শহরের কোর্ট মোড় থেকে একটি এবং শহরের ওয়াপদা মোড় থেকে অপর মোটরসাইকেলটি আটক করে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, একই রেজিষ্ট্রেশন নম্বরের দুটি মোটরসাইকেল এলাকায় চলাচল করছে এবং একটি চোরাই মোটরসাইকেল সোমবার রাতে শহরে বিক্রি করা হবে এমন খবরে শহরের কোর্ট মোড়ে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় মোটরসাইকেল মালিক কাগজ নিয়ে আসার কথা বলে সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে, এর কিছুক্ষন পরে শহরের ওয়াপদা মোড় থেকে একই ন¤^র প্লেটের অপরটি জব্দ করা হয়। সেই মোটরসাইকেলের মালিক শহরের চক্রপাড়ার আলতাফ হোসেন। তিনি মোটরসাইকেলের কাগজপত্র জমা দিয়েছেন। জামাল উদ্দিন আরো বলেন, দুটি গাড়ির কাগজপত্র পাওয়ার পর বিআরটিএর মাধ্যমে যাচাই করে আসল মালিককে মোটরসাইকেল ফেরত দেয়া হবে। বাকিটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।