মেহেরপুর নিউজ:
কুষ্টিয়া জেলা দুর্নীতি দমন কমিশন ও মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগ দুদুক কর্তৃক সততা সংঘের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তিসহ শিক্ষা প্রতিষ্ঠানের সততা ষ্টোরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপবৃত্তি এবং সততা সংঘের অর্থ বিতরন করা হয়। দুদুকের কুষ্টিয়া জেলার উপ পরিচালক মোহাম্মদ আবু তালহা উপস্থিত থেকে শিক্ষা উপবৃত্তি বাবদ ৬ জনকে ১২ হাজার টাকা করে এবং ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা ষ্টোরের জন্য ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান এর সভাপতিত্বে উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ হিসাবে উপস্থিত অতিথি ছিলেন মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাসউদ্দিন, মেহেরপুর জেলা দুদকের সদস্য নুরুল আহমেদ।