বর্তমান পরিপ্রেক্ষিত

দুরারোগ্য রোগে আক্রান্ত মৃত্যুর আবেদনকারী সবুর মিয়ার মৃত্যু

By মেহেরপুর নিউজ

July 22, 2017

মেহেরপুর নিউজ,২২ জুলাই: জেলা প্রশাসকের কাছে মৃত্যুর আবেদন করা ডুফিনি মাসুকুলার ডিসট্রফি রোগে আক্রান্ত মেহেরপুর শহরের বেড়পাড়ার তোফাজ্জেল হোসেনের বড় ছেলে সবুর মিয়া মারা গেছেন। আজ শনিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জরুরী বিভাগের চিকিৎসক আবু এহসান রাজু তাকে মৃত ঘোষনা করেন।। খবর পেয়ে বিকালে মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ সবুর মিয়ার মৃতদেহ দেখতে যান । এসময় তিনি সবুরের পিতামাতাসহ পরিবারের লোকজনকে সান্তনা দেন। উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি সন্তান ও নাতির মৃত্যুর অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন তোফাজ্জেল হোসেন। ওই ঘটনাটি কালের কন্ঠসহ দেশ ও বিদেশের বিভিন্ন গণমাধ্যমে ব্যপক আলোড়ণ সৃষ্টি হয়। এর পর থেকে দেশ ও বিদেশের বিভিন্ন সংগঠন ,চিকিৎসক তাদের চিকিৎসার সহযোগীতা করে। ভারতের একটি হাসপাতালে তাদের চিকিৎসাও শূরু কর হয়। অবশেষে সবকিছুকে মিথ্যা করে দিয়ে আজ শনিবার দুপুরে মৃত্যুকে আলিঙ্গন করলো সবুর মিয়া। একই রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী তোফাজ্জেলের ছোট ছেলে রায়হান, নাতি সৌরভ (৮)।