এক ঝলক

দুর্গাপূজার জন্য প্রস্তুত মুজিবনগরের ৬ টি পূজা মন্ডপ; থাকছে কড়া নিরাপত্তা

By Enayet Akram

September 28, 2019

মুজিবনগর অফিস, ২৮ সেপ্টেম্বর: মহালয়ের মধ্যে দিয়ে মুজিবনগর উপজেলার ৬ টি পূজা মন্ডপে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। উপজেলার কয়েকটি পূজামণ্ডপ ঘুরে ব্যস্ততার চিত্র লক্ষ্য করা গেছে। এসব মণ্ডপের বেশির ভাগেরই প্রতিমা তৈরীর কাজ শেষে চলছে রংয়ের কাজ। আবার কোন কোন মন্ডপে রংয়ের কাজও শেষ হয়ে গেছে। পঞ্জিকা মতে, আজ শনিবার ২৮ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে দেবীর আগমনী বার্তা বেজে উঠেছে। আগামী ৪ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়ে প্রতিমা বিসর্জনের মধ্যেদিয়ে ৮ অক্টোবর শেষ হবে শারদীয় দুর্গাপূজা।

মুজিবনগর উপজেলার দারিয়াপুর খানপুর কালী মন্দীর পূজামন্ডপের আয়োজোকরা জানান,আমরা ২৬ বছর ধরে এই পূজা মন্ডপ তৈরি করে আসছি। আমাদের ভক্তরা আছেন, তারা সকলেই দেখতে আসবেন। সে লক্ষে আমরা সুন্দর করে সাজিয়েছি প্রতিমা। আগামী ৪ অক্টোবর শুরু হবে যষ্টি পূজা। আমরা মাকে খুশি করতে প্রতিবারের মত এবারো আরাধনার মধ্যে দিয়ে মাকে বিদায় দেব।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. সুকুমার কর্মকার জানান,মুজিবনগরে মোট ৬ টি স্থানে পূজা মন্ডপ হয়েছে। ইতোমধ্যে সব কয়টির প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। কিছু কিছু পূজার রংয়ের কাজও শেষ হয়েছে। আবার কিছু কিছু রঙের কাজ করতে বাকি রয়েছে। আগামী ৪ অক্টোবরের আগ প্রযন্ত বাকী থাকা কাজগুলোও সম্পাদন করা হবে। নিরপত্তার বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান,আমাদের মুল নিরাপত্তা শুরু হবে আগামী ৪ অক্টোবর থেকে। আমরা আপাতত উপজেলা পূজা কমিটির সাথে বসে গ্রাম পুলিশ দিয়ে নিরাপত্তার ব্যাবস্থা করেছি। আগামী ৪ অক্টোবর থেকে পূজা বিসর্জনের আগ প্রযন্ত আমাদের পুলিশ বাহিনীর কড়া নিরাপত্তা দেওয়া হবে।