বর্তমান পরিপ্রেক্ষিত

দৃষ্টিনন্দন মডেল মসজিদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

By মেহেরপুর নিউজ

July 21, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান মেহেরপুর সদর উপজেলা দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মান কাজ পরিদর্শন করেছেন।

শুক্রবার সকালের দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান মেহেরপুর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মান কাজ পরিদর্শন করেন। এসময় তিনি মসজিদের বিভিন্ন দিক ঘুরে দেখেন। আগামী ২৯ জুলাই দৃষ্টিনন্দন মডেল মসজিদটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই মসজিদটি নির্মাণের কাজ শেষ হয়েছে। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সার্বিক অগ্রগতি ও উদ্বোধনের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুর সদর উপজেলা মডেল মসজিদ সহ সারা দেশে মোট ৫০ টি মডেল মসজিদ উদ্বোধন করবেন। এই প্রকল্পে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে ৫৬৪টি মডেল মসজিদ তৈরি হচ্ছে।

সরেজমিনে মসজিদটি ঘুরে দেখা যায়, প্রথম তলায় ঈমামদের প্রশিক্ষন কেন্দ্র, প্রতিবন্ধিদের নামাজের জায়গা (অটিজম কর্নার) জানাজার নামাজের ব্যবস্থা, মৃত দেহের গোসল ও কাফনের ব্যবস্থা, ইসলামিক লাইব্রেরী ও গাড়ি পাকিং জোন। দ্বিতীয় তলায় থাকছে ইসলামিক রির্সাচ সেন্টার ও পুরুষদের নামাজের কক্ষ, সাংস্কৃতিক কেন্দ্র, অগ্নি নির্বাপণ সরঞ্জাম, বৈদ্যুতিক সাপোর্ট, হাই পাওয়ার জেনারেটর, ফায়ার এলার্ম সিস্টেম, ফায়ার ডোর, সাউন্ড প্রুফ দরজা।

তৃতীয় তলায় রয়েছে নারীদের নামাজের সুব্যবস্থা, লাইব্রেরি, রিসার্চ সেন্টার, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র ও নানামুখী ব্যবস্থা। চতুর্থ তলায় রয়েছে হেফজো খানা, পরিদর্শন বাংলো (অতিথি শালা)। এছাড়াও নামাজের কক্ষ ও শিতাতাপ নিয়ন্ত্রিত কনফারেন্স হল, মহিলা ও পুরুষদের পৃথক ওজুখানা ও ওয়াস রুম, জরুরী বহিরাগমন ব্যবস্থা, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, রাতে মসজিদের মিনারে থাকবে ঝাড়বাতি ও স্থায়ী আলোক সজ্জা, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা,ওয়াটার রির্জাভার, গ্রীজার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা ও কারুকার্য খচিত সুউচ্চ মিনার সহ বিভিন্ন দৃষ্টিনন্দন জিনিস। এই দৃষ্টিনন্দন মসজিদে নামাজ আদায় করতে পারবেন প্রায় এক হাজার ২০০শত মুসল্লী। এ নয়নাভিরাম মসজিদটি নির্মাণশৈলীতে যে কেউ মুগ্ধ হবেন।