রাজনীতি

দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব তোমাদের —– জেলা যুবলীগকে এমপি সেলিনা আখতার বানু

By মেহেরপুর নিউজ

September 16, 2015

মেহেরপুর নিউজ,১৬ সেপ্টেম্বর: মেহেরপুর সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা আকতার বানু নবাগত যুবলীগ নেতাদের উদ্যোশে বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা মোতাবেক তোমাদেরকে চলতে হবে।তোমাদের সামনে এখনও অনেক সময় দেশকে এগিয়ে নেয়ার। সেই দায়িত্বটা তোমাদের পালন করতে হবে।

তিনি বলেন, কোনো ভেদাভেদ নয়, কোনো মনমালিন্য নয় । তোমাদের কাছে একটাই চাওয়া পাওয়া তা হলো জননেত্রী হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নেয়া।

 

সংসদ সদস্য সেলিনা আখতার বুধবার সন্ধ্যায় তার বাসভবনে জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

এর আগে রিটন ও পেরেশান সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সংসদ সদস্য তার পক্ষ থেকে রিটন ও পেরেশানকে ফুলের তোড়া তুলে দেন ও মিষ্টি মুখ করাণ। এ সময় যুবলীগ নেতা মোহন, তৌহিদুল, ডালিম, বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা সাগর, হাসান, মিজানুর রহমান অপু সেখানে উপস্থিত ছিলেন।