বর্তমান পরিপ্রেক্ষিত

দেশের ভাবমূতি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে — জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

April 24, 2018

মেহেরপুর নিউজ, ২৪ এপ্রিল: মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ বলেছেন আপনারা যারা বিদেশে যাবেন তাদের আচার-আচরণ, কৃষ্টি কালচার সবকিছু ঠিক রাখতে হবে। যাতে করে আমাদের দেশের ভাবমুর্তি যাতে ক্ষুন্ন না হয়। জেলা প্রশাসক সোমবার মেহেরপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের উদ্যোগে ডিবি মিলনায়তনে বিদেশগামী কর্মীদের ৩দিনব্যাপী প্রাক-বর্হিগমন প্রশিক্ষন শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা প্রশাসক বলেন, আমাদের যে ম্যানপাওয়ার রয়েছে যারা বিদেশে যাচ্ছেন বিভিন্ন দেশে কাজ করবেন। আমরা জানি আমরা যারা বিদেশে যায় যেখানে সেখানে কাজের সাথে নিজেদের মানিয়ে নিতে পারি। কিন্তু নিজেদের দেশে এসে আর পরিনা। ডিবিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সোহেল রানা, প্রশিক্ষনার্থী শামীম রেজা প্রমুখ।