শিক্ষা ও সংস্কৃতি

দেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করতে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে—এম পি জয়নাল আবেদীন

By মেহেরপুর নিউজ

December 21, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ ডিসেম্বর:

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন বলেছেন, দেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করতে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তবেই দেশের তথা এলাকার উন্নতি হবে। তিনি বলেন, আপনারা সন্ধ্যার সময় হাঁস-মুরগী ঘরে ফিরলো কিনা সে সংবাদ রাখেন। অথচ আপনার সন্তান সন্ধ্যার পর বাড়ি ফিরছে কিনা সে খবর রাখেন না। সংসদ সদস্য জয়নাল আবেদীন মঙ্গলবার মেহেরপুর গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমি আয়োজিত মেহেরপুর গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমির একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও বার্ষিক পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন। মেহেরপুর গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমির অধ্যক্ষ সেলিনা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমি’র পরিচালক সামসুজ্জামান শামীম, উপাধ্যক্ষ আফরোজা ইসলাম সবুজ, রওনক জাহান রুপ্তি প্রমুখ। পরে একাডেমির কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। পুরস্কার বিতবন শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একাডেমির শিক্ষার্থীরা এতে সংগীত ও নৃত্য পরিবেশন করে। এর আগে জয়নাল আবেদীন গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমি’র একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে সেখানে মোনাজাত করা হয়।