বিশেষ প্রতিবেদন

দৈনিক গ্রামের কাগজ এ্যাওয়ার্ড-২০১০ পাচ্ছেন ৫ বিশিষ্ট ব্যক্তি ও দু’টি প্রতিষ্ঠান

By মেহেরপুর নিউজ

February 23, 2010

নিউজ ডেস্ক মেহেরপুরে ৫ গুনি ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান গ্রামের কাগজ এ্যাওয়ার্ড -২০১০ পাচ্ছেন। এ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সংগঠক হিসাবে ৭১’র মুক্তিযুদ্ধকালীন অন্যতম অভিনেতা ও সংগঠক প্রজেনজিৎ বোস বাবুয়া, বল্লভপুর মিশন হাসপাতালের সিস্টার ও প্রতিষ্ঠাতা জিলিয়ান এম রোজ, নাট্যকার হিসাবে বাংলাদেশ বেতারের আব্দুল হাকিম, সাহিত্যে বিশিষ্ট গীতিকার ও কবি ফজলুল হক সিদ্দিকী এবং সাংবাদিকতায় মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরটিভি ও আমারদেশের মেহেরপুর জেলা প্রতিনিধি পলাশ খন্দকার এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন দু’টি ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ও সন্ধানী সংস্থা। মার্চ ২০১০ এর প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ এ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটিতে সহযোগীতা স্পন্সর করছে হাইটেক ফুড প্রোডাক্ট বারাদী মেহেরপুর।